বাইডেন ‘জয় বাংলা’ লিখলেও বিএনপি মুখে আনে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২৩, ০১:২১ এএম

বাইডেন ‘জয় বাংলা’ লিখলেও বিএনপি মুখে আনে না: কৃষিমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে লড়াইয়ের জন্য বাংলাদেশের মানুষের সাহসিকতার প্রশংসা করে শুভেচ্ছা বার্তায় ‘জয় বাংলা’ উল্লেখ করলেও বিএনপি-জামায়তসহ স্বাধীনতাবিরোধীরা ওই স্লোগান মুখে আনে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

রবিবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড (এবি ব্যাংক লিমিটেড) আয়োজিত স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি; দেশ স্বাধীন করেছি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, “জয় বাংলা স্লোগান হলো মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ও বাঙালি জাতির সাহস সক্ষমতার প্রতীক। অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক চেতনা ও সম্পদের সুষম বণ্টনের চেতনার বহিঃপ্রকাশ হলো  জয় বাংলা স্লোগান। এই স্লোগান বিএনপি দেবে না।”

গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, “দেশ থেকে মঙ্গা দূর করেছে।  মানুষ এখন পেট ভরে ভাত খেতে পায়। একই সঙ্গে, মাছ, মাংস, দুধ, ডিম, ফলমূলসহ পুষ্টি সমৃদ্ধ খাবারের মাথাপিছু প্রাপ্যতা ও গ্রহণের হার অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এসময় আরও  বলেন, “এই পরিস্থিতিতে এবারের স্বাধীনতা দিবসে মাছ, মাংস আর চালের স্বাধীনতা নিয়ে  অপপ্রচারমূলক সংবাদ প্রচার করে স্বাধীনতার চেতনায় ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাধীনতাবিরোধী চেতনাকে উসকে দেওয়া হয়েছে।” 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল সংবাদ পরিবেশন ও মিথ্যাচার করে দেশে অরাজকতা ও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন কৃষিমন্ত্রী।

Link copied!