বাড়ছে না ট্রেনের ভাড়া

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২১, ০৮:৪৮ পিএম

বাড়ছে না ট্রেনের ভাড়া

তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি। শনিবার (১৩ নভেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রেলকে একটি সেবামূলক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ ও আরামদায়ক সেবাদানে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

বক্তব্যে মন্ত্রী ট্রেনে ঢিল ছোড়া বন্ধ করতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর বিষয়ে মন্ত্রী বলেন, গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কর্তব্যরত স্টেশনমাস্টারের রুম, অপারেটিং রুম, ভিআইপি রুম, প্রধান বুকিং সহকারীর রুম, টিকেট কাউন্টার, প্যানেল বোর্ডসহ সিগন্যালিং যন্ত্রপাতি, পয়েন্টের সিগন্যাল বক্সসহ লেভেল ক্রসিং গেটসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়। ওই দিনের ঘটনার পরের দিন থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়। দীর্ঘ প্রায় আট মাস পরে এটি আবার চালু করা হচ্ছে।

রেলপথমন্ত্রী বলেন, ‘পূর্বে যেভাবে যাত্রাবিরতি ছিল, আজ থেকে এক‌ইভাবে যাত্রাবিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮ টি মেইল এবং ৪ টি কমিউটার ট্রেনের যাত্রাবিরতি রয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী এ সময় বলেন, যারা স্বাধীনতাবিরোধী, যারা বাংলাদেশ চায় না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে, রেলপথমন্ত্রী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ করে এবং গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগনাল প্রদানের মাধ্যমে ট্রেনের যাত্রা শুরুর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু করেন।

Link copied!