বিএনপির চাপ আছে, নির্বাচনকে আর বাধাগ্রস্ত করতে পারবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২৩, ১২:২৭ এএম

বিএনপির চাপ আছে, নির্বাচনকে আর বাধাগ্রস্ত করতে পারবে না: তথ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে বিএনপি এখন আর নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মার্কিন ভিসানীতি বিএনপির ওপর চাপ তৈরি করেছে বলেও তিনি জানান।

সোমবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মার্কিন ভিসা নীতি বাংলাদেশের সরকারি ও বিরোধী দল উভয়ের জন্যই প্রযোজ্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “কেউ যদি নির্বাচনে বাধা দেয়, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। নির্বাচনে বাধা দেওয়া মানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়া। আর নির্বাচন প্রতিহত করা তো সংঘাত তৈরি করা। কাজেই এগুলো বিএনপি করতে পারবে না।”

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তারা বলেছে, এটি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে।”

এসময় ড. হাছান মাহমুদ আরও বলেন, “ যুক্তরাষ্ট্র তো বটেই, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিশ্বের কারও কোনো সমর্থন নেই। তাই এ নিয়ে বিএনপির আর কিছু বলার সুযোগ নেই।”

তথ্যমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছে, ভিসা নীতি তার জন্য সহায়ক হবে। সরকারের পক্ষ থেকেও সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।”

মার্কিন ভিসা নীতির পর বিএনপি বলেছে যে নির্বাচন প্রতিহতের পথে তারা যাবে না— এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক বলেন, “তাদের এই বক্তব্যেই স্পষ্ট যে এই ভিসা নীতির কারণে বিএনপির ওপর বিরাট চাপ তৈরি হয়েছে। তারা নির্বাচন প্রতিহত, প্রতিরোধ বা বর্জনের কথা বলতে পারছে না।”

Link copied!