বিএসএমএমইউ’য়ে করোনা জিনোম সিকোয়েন্সের কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২১, ১১:০৮ পিএম

বিএসএমএমইউ’য়ে করোনা জিনোম সিকোয়েন্সের কাজ চলছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। সরকার চাইলে করোনা টিকা ট্রায়ালও প্রতিষ্ঠানটিতে করা যাবে এবং সেই সক্ষমতাও বিশ্ববিদ্যালয়ের রয়েছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদের’র উপাচার্য হিসেবে নিজের ১০০ দিন পূর্তি উপলক্ষে নিউজলেটার প্রকাশনা অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

করোনাভাই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর কেবিন ব্লকের করোনা সেন্টারের সাধারণ শয্যা সংখ্যা ও আইসিইউ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সি ব্লক এ নন-কোভিড রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। বাংলাদেশ বেতার ভবনে করোনা ইউনিট চালু করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, ‘করোনাভাইরাসের সাথে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দেয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্ল্যাক ফাঙ্গাস ইউনিট চালু করা হয়েছে।’ এই ইউনিটে মরণঘাতী ফাঙ্গাস আক্রান্ত দুজন রোগী চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন বলেও তিনি জানান।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ-উন্নয়ন, আন্তর্জাতিক র‍্যাকিংয়ে উন্নয়ন, সুপার স্পেশালিস্ট হাসপাতাল-১ এর কাজ এগিয়ে নেয়া ও ও ২ এর কার্যক্রম হয়েছে।’

Link copied!