`কুইক রেন্টাল জনগণের টাকা অন্যের হাতে তুলে দেয়ার পায়তারা'

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৭:৪৯ পিএম

`কুইক রেন্টাল জনগণের টাকা অন্যের হাতে তুলে দেয়ার পায়তারা'

জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ঘাটতি মেটাতে এক দশক আগে দেশে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে সংসদে বিল পাস হয়েছে।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পাস হওয়া বিলটির বিরোধিতা করেছেন বিরোধী দল জাতীয় পার্টি  বিএনপির সংসদ সদস্যরা।

এর আগে গতকাল (বুধবার) বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১’ বিলটি সংসদে উত্থাপন করেন। বৃহস্পতিবার মন্ত্রী ‘বিদ্যুৎ ও জ্বলানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাবগুলোর ওপর আলোচনা শেষে স্পিকার তা নিষ্পত্তি করেন।

তবে বিলটি পাস করার সময় বিরোধীদলীয় নেতৃত্বরা এটির তুমুল বিরোধীতা করেন। দেশের জনগণের করের টাকা ‘অন্যের হাতে তুলে দেয়ার’ পায়তারা হিসেবে এই বিলটি উত্থাপনের অভিযোগ করেন তারা।

বিরোধীদলীয় নেতাদের সমালোচনার জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “নিরবচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যই এ বিলটি আনা হয়েছে।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর দেশের বিদ্যুৎ সঙ্কট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেয়। এর বৈধতা প্রদানের লক্ষ্যে ২০১০ সালে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ প্রণয়ন করা হয়।

Link copied!