মানুষ পোড়ানোর সন্ত্রাসের পথ বেছে নেওয়া হলে আওয়ামী লীগও ঘরে বসে থাকবে না: খালিদ মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২২, ০৭:৫৫ এএম

মানুষ পোড়ানোর সন্ত্রাসের পথ বেছে নেওয়া হলে আওয়ামী লীগও ঘরে বসে থাকবে না: খালিদ মাহমুদ চৌধুরী

বৈশ্বিক পরিস্থিতিকে পুঁজি করে দেশের কিছু রাজনৈতিক দল রাজনীতি করছে। সামনে কঠিন আগামী অপেক্ষা করছে। সেখানে দেশকে সহায়তা করবে; তা না করে রসিকতা করার চেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে তারা। যদি দেশ ধ্বংস ও মানুষ পোড়ানোর সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়, তাহলে আওয়ামী লীগও ঘরে বসে থাকবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার এসব কথা বলেছেন। প্রতিমন্ত্রী এদিন দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ও নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা করেন।

নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এত দুর্বল সরকার নয়। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, এর আগে অনেক কিছু করেছেন। জ্বালাও পোড়াও করেছেন, কোরআন শরীফ পুড়িয়েছেন, জায়নামাজ পুড়িয়েছেন, চাঁদে পর্যন্ত মানুষ পাঠাইছেন! কোনো কাজ হয় নাই। বায়তুল মোকাররম মসজিদে আগুন দিয়েছেন, রামুর বৌদ্ধ বিহারে আগুন দিয়েছেন, মন্দিরে আগুন দিয়েছেন কোনো কাজ হয় নাই। গাড়ি পুড়িয়েছেন, মানুষ পুড়িয়েছেন কোনো কাজ হবে না।

বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে ষড়যন্ত্র হয়েছে। এ ষড়যন্ত্র করেছে ইবলিশ। ইবলিশকে সে ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ইবলিশ আমাদের মধ‍্যেই আছে। সমগ্র পৃথিবীতে আজকে অস্থিরতা। যারা মানবতার বিরুদ্ধে কাজ করে তারা এগুলো করে।

ধর্মীয় বিষয় নিয়ে অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করে থাকে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অপপ্রচাকারিরা ধর্ম নিয়ে রাজনীতি করে থাকে। ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করে থাকে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, মসজিদভিত্তিক শিক্ষা ব‍্যবস্থা চালু করেন। মাদ্রাসা শিক্ষার কোন স্বীকৃতি ছিলনা। বঙ্গবন্ধু মাদ্রাসা বোর্ড গঠন করে মাদ্রাসা শিক্ষার স্বীকৃতির ব‍্যবস্থা করেছিলেন।’

ধর্মীয় শিক্ষার প্রসারে বর্তমানের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন নৌপ্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘৬৪ জেলায় ও সকল উপজেলায় মডেল মসজিদ প্রতিষ্ঠা করছেন শেখ হাসিনা। তিনি কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন।’

সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলীসহ আরও অনেকে।

Link copied!