মিয়ানমারের রাষ্ট্রদূতকে এক কাপ চাও সাধা হয়নি

কূটনৈতিক প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০২:২৩ এএম

মিয়ানমারের রাষ্ট্রদূতকে এক কাপ চাও সাধা হয়নি

মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় পড়ছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের এক কিশোরের মৃত্যুসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে মিয়ানমারের ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে চতুর্থবারের মতো তলব করা হয়। তবে গত তিনবারের চেয়ে এবারের অতিথি আপ্যায়ন কিছুটা ভিন্ন রকমের ছিল। বাংলাদেশ প্রতিক্রিয়া স্বরূপ উ অং কিয়াউকে এক কাপ চা পর্যন্ত দেওয়া হয়নি।

সূত্র জানায়, সীমান্তবর্তী গোলা বর্ষণের ইস্যু নিয়ে রাষ্ট্রদূত অং কিয়াউ মো’র সাথে প্রায় আধা ঘণ্টা আলোচনা করা হয়। বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে এক কাপ চা দেওয়া হয়নি অং কিউকে।

সূত্র জানায়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ তৈরির কথা বলা হয়েছে। একই সাথে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতায় গোলাবারুদ ও বোমা বাংলাদেশ সীমান্তে পড়ায় এর আগেও একাধিকবার রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করা হয়। এবারও কড়াভাবে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মিয়ানমারের ছোড়া গোলা তুমব্রু বাজারের পাশে কোনারপাড়ার কৃষক শাহজাহানের বাড়ির আঙিনায় পড়ে। এর আগেও বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা এসে পড়েছিল। এসব ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা।

Link copied!