মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২৩, ০৪:২৪ পিএম

মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে রাজধানীতে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাতটায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয়।এতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমেদ।

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নামাজ আদায় করেন।

গতকাল থেকেই রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়ায় এবার জাতীয় ঈদগাহে মুসল্লিদের ভিড় দেখা যায়নি। তবুও প্রধান এ জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের কেউ ছাতা নিয়ে, কেউ ভিজে নামাজে অংশ নিয়েছেন। প্রধান এ জামাত থেকে বিশেষ মোনাজাত শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন।  

জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।

২৫৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে প্রবেশে এবার চার স্তরের নিরাপত্তা রাখা হয়। জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এবার জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রধান এ ঈদ জামাত।

সকাল সোয়া আটটার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে গিয়ে দেখা যায়, মূল গেটের সামনে মানুষের দীর্ঘ সারি নেই। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

Link copied!