ময়মনসিংহ মেডিকেলে করোনা কেড়ে নিল ১৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২১, ০৫:১৩ পিএম

ময়মনসিংহ মেডিকেলে করোনা কেড়ে নিল ১৩ প্রাণ

করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালের (রবিবার) চেয়ে প্রায় অর্ধেক কমে গেছে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যাও কমে গেছে।তারপরও এ বিভাগের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।

সোমবার (১৬ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৪১ জন ভর্তি হয়েছেন। এনিয়ে সোমবার (১৬ আগস্ট) পর্যন্ত আইসিউতে ২২ জনসহ মোট ৩৬৩ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন সোমবার (১৬ আগস্ট) সকালে দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘ রবিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্য ৯ জন করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, সোমবার (১৬ আগস্ট) মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪৯ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন্ট টেস্টে এই সময়ে ৭০৮ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ২০ দশমিক ০৪।

সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরা থেকে এ পর্যন্ত (১৬ আগস্ট) ময়মনসিংহ জেলায় মোট প্রায় ১৯ হাজার ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩২০ জন। সোমবার (১৬ আগস্ট)সকাল পর্যন্ত ময়মনসিংহে করোনায় ২৪০ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।

Link copied!