ময়মনসিংহে সিএনজি ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ১২:০০ এএম

ময়মনসিংহে সিএনজি ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ছিনতাই করা অটোরিকশাসহ একটি মোবাইল ফোন। শনিবার (৪ জুন) ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, শুক্রবার রাতে ইশ্বরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামি আবু রায়হান, মোজাম্মেল হক ও জিয়াউর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি নান্দাইল চৌরাস্তা থেকে এই তিন ছিনতাইকারী যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করে। এ সময় গভীর রাতে আঠারবাড়ি-ইশ্বরগঞ্জ সড়কে সিএনজি থামিয়ে চালক মোজ্জাম্মেল হোসেনকে অপহরণ করে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু টাকা নিয়ে আসার আগেই মোজাম্মেলের গলায় মাফলার পেঁচিয়ে হত্যার পর তার সিএনজি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা ফরিদ মিয়া। আসামিরা পরস্পর লাভবান হওয়ার জন্য পরিকল্পিতভাবে সিএনজিচালককে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

Link copied!