যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

ডেস্ক রিপোর্ট

অক্টোবর ৩, ২০২১, ০৭:০৯ পিএম

যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (৩ অক্টোবর) সকালে রাজশাহীর শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১৬তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশ মাতৃকার সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ষষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান।

এর আগে প্যারেড স্কয়ারে পৌছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় ও ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বীর গৌরবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Link copied!