রবিবার থেকে বিমানের ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০৪:৫০ পিএম

রবিবার থেকে বিমানের ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট চালু

করোনা ভাইরাস মহামারির কারণে চার মাস ধরে বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স এরই মধ্যে তাদের ফ্লাইট সূচি ঘোষণা করেছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু হবে। প্রতি সপ্তাহে রবি ও বুধবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অন্যদিকে, বেসরকিারি ইউএস-বাংলা এয়ারলাইন্সও রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। তাদের ফ্লাইট প্রতি রোববার, বুধবার ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে।  আর দুপুর দেড়টায় চেন্নাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট ফের শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেবিচক।

গত বছরেও করোনার কারণে দুদেশের বিমান চলাচল বন্ধ হয়ে গেলে এয়ার বাবল চুক্তির মাধ্যমে ফের ফ্লাইট শুরু হয়। 

Link copied!