রাশিয়ার টিকা চলতি মাসেই পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২১, ০১:৫৪ এএম

রাশিয়ার টিকা চলতি মাসেই পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার সংক্রমণ প্রতিরোধে রাশিয়ার আবিষ্কৃত করোনা প্রতিষেধক টিকা (স্পুটনিক-৫) চলতি মাসেই পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে।’

তিনি বলেন, ‘এখন আমরা অপেক্ষায় আছি তারা কখন এবং কী পরিমাণ টিকা দেবে। তারা যখনই জানাবে, আমরা তখনই আমাদের প্রক্রিয়া শুরু করে দেব।’

এর আগে গত ২৭ এপ্রিল রাশিয়ার টিকা (স্পুটনিক-৫) বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়। সেদিন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এই তথ্য জানিয়েছিলেন।

ওইদিন তিনি আরও বলেছিলেন, রাশিয়ার এই টিকাও দুই ডোজ নিতে হয়। প্রথম ডোজ দেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ। টিকা সংরক্ষণ করতে হয় ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি করা ওই টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে ৯১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলেও তিনি জানান।

Link copied!