রূপপুর প্রকল্প থেকে বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২২, ১২:৩৭ এএম

রূপপুর প্রকল্প থেকে বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিক ইভানু মাকসিমের (৫১) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে গ্রিন সিটির একটি আবসিক ভবনের নিজ কক্ষে মাকসিমের লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ইভানু মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুইনওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রিন সিটি আবাসিকের ১ নম্বর ভবনের ১৫ তলার ১৫২ নম্বর কক্ষে নিহত ওই বেলারুশ নাগরিক থাকতেন। সকাল ৭টার দিকে তার ফ্ল্যাটের পাশের এক রুমমেট তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশ তাকে উদ্ধার করে।

ওসি আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে তার লাশ নিজ দেশে পাঠানো হবে।

Link copied!