লুঙ্গি কাস্তে হাতে আসামী ধরল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০১:১৫ এএম

লুঙ্গি কাস্তে হাতে আসামী ধরল পুলিশ

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিদেশ থেকে এসে ধান লাগাতে ব্যস্ত। লুঙ্গি, গেঞ্জি ও গামছা পরে পুরোদস্তুর কৃষক সেজে কৌশলে তাকে আটক করলেন পুলিশ সদস্যরা। আসামী আনিসুর রহমানকে আটক করতেই বিশেষ কৌশল নিলেন পুলিশ সদস্যরা। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনিসুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররোশিয়া গ্রামের মৃত মুঞ্জুর রহমানের ছেলে। ২০১৬ সালের একটি মাদক মামলার তিনি পলাতক হন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন। ওসি মোযাফফর হোসেন জানান, ইসলামপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম, আনিসুর রহমানসহ সিপাহী নির্মল মিলে ওই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে এই অভিযান পরিচালনা করেন।

এসআই শফিউল ইসলাম জানান, ২০১৬ সালে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক হয় আনিসুর রহমান। দীর্ঘদিন ধরে তার একটি ওয়ারেন্ট ছিল। তিনি বিদেশে থাকার কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। খবর পেয়ে কৃষক সেজে আমরা তাকে গ্রেফতার করি।

কৃষক ছদ্মবেশ ধারণের কারণ জানতে চাইলে তিনি বলেন, পুলিশ পরিচয় জানতে পারলে আসামি পালিয়ে যাবে। তাই এই পরিচয় গোপন করে এই ছদ্মবেশ ধারণ করে আসামী ধরতে যাই।

Link copied!