চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদ উল ফিতর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২৩, ০১:১৮ এএম

চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদ উল ফিতর

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানানো হয়। হিজরি শাওয়াল মাসের ১ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

এদিকে, মধ্যপ্রাপচ্যের সৌদি আরবের সাথে চাঁদপুর, ফেনী, মা্দারীপুর, বরিশাল, ভোলা, মৌলভীবাজার ও লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শুক্রবার ফেনীতে ৩টি স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন হয়।

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭নং ওয়ার্ডে পৃথক ২টি পাড়ায় ও পরশুরাম পৌরসভার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় সকালে ঈদের নামাজ আদায় হয়েছে।

শুক্রবার সকালে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন মৌলভীবাজারের শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

এছাড়া বরিশালের তাজকাঠী, জিয়াসড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া, বরিশাল সদরের সাহেবেরহাট এলাকাসহ জেলার প্রায় অর্ধশত মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতরের নামাজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালনের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই চাঁদপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জে ৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। এসব ইউনিয়নের প্রায় চার শতাধিক পরিবারের লোকজন ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

Link copied!