শ্রীলঙ্কা থেকে মার্চে ফেরত আসবে ঋণ দেয়া ২০ কোটি ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০১:৩৯ এএম

শ্রীলঙ্কা থেকে মার্চে ফেরত আসবে ঋণ দেয়া ২০ কোটি ডলার

দুঃসময়ে ঋণ হিসেবে বাংলাদেশ থেকে পাওয়া ২০ কোটি ডলার ২০২৩ সালের মার্চের মধ্যে ফেরত দেবে শ্রীলঙ্কা বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পেয়েছেন বলে জানান তিনি।

গভর্নর রউফ তালুকদার বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার (১১ অক্টোবর) সাত দিনব্যাপী এই সাধারণ সভা শুরু হয়েছে। সভার মূল আনুষ্ঠানিকতার ফাঁকেই শ্রীলঙ্কার গভর্নরের সাথে বৈঠক করেন গভর্নর। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ওয়াশিংটনে বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর রউফ তালুকদার বলেন, সোয়াপ এরেঞ্জমেন্টের জন্য তিন দফায় শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার দিয়েছিল বাংলাদেশ। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সময়মতো টাকাটা ফেরত দিতে পারেনি শ্রীলঙ্কা। এ অবস্থায় শ্রীলঙ্কার অনুরোধে বাংলাদেশ দুই দফায় সময় বাড়িয়েছে বলে জানান তিনি।

শ্রীলঙ্কার গভর্নরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রউফ তালুকদার বলেন, ‘খুবই ভালো মিটিং হয়েছে। শ্রীলঙ্কার গভর্নর আমাকে নিশ্চিত করেছেন, তারা এখন ঋণগুলো রিস্ট্রাকচার (পুনর্গঠন) করছেন। ভারত, জাপান ও চীনের সাথে কথা হয়েছে তাদের। আর আইএমএফ এর সঙ্গে একটা প্রোগ্রামে যাচ্ছে শ্রীলঙ্কা, সেটাও মোটামুটি কনফার্ম হয়ে গেছে। তারা হয়ত নভেম্বর-ডিসেম্বরের মধ্যে একটা ফাইনাল এগ্রিমেন্টে যাবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তিন কিস্তিতে শ্রীলঙ্কার অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে।’

রউফ তালুকদার বলেন, ‘আমাকে শ্রীলঙ্কার গভর্নর কনফার্ম করেছেন, তারা আমাদের টাকাটা ফেব্রুয়ারি-মার্চের মধ্যে যে তারিখ রয়েছে, তার মধ্যে ফেরত দিতে পারবেন। এটি আমাদের জন্য খুবই ভালো খবর।’

Link copied!