সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২২, ১২:৪৪ এএম

সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারে গত পাঁচ বছর যেটা ৮ হাজার কোটি টাকা করে আমরা ভর্তুকি দিচ্ছিলাম, সেটা গত অর্থবছর দিয়েছি ২৮ হাজার কোটি টাকা। এবার আমরা জুন পর্যন্ত স্টিমেট (প্রাক্কলন ব্যয়) করেছি, আমাদেরকে দিতে হবে ৪৬ হাজার কোটি টাকা। এ টাকা কোথা থেকে আসবে? হয় কোনো গুপ্তধন লাগবে, নয়তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ লাগবে! বাংলাদেশ এ টাকা কোথা থেকে জোগাড় করবে?

কৃষিমন্ত্রী জানান, তা সত্ত্বেও আমি প্রধানমন্ত্রীকে বলেছি। তিনি বলেছেন এটা তোমার চিন্তার বিষয় না, আমরা সারের ব্যাপারে, কৃষি উৎপাদনের ব্যাপারে কোনো ঝুঁকিতে যাব না। কৃষির উৎপাদনটাকে আমাদেরকে সাসটেইন (দীর্ঘস্থায়ী) করতে হবে। যদি ৪৬ হাজার কোটি টাকা লাগে, এটাই আমরা দিব; তুমি সার কিনো।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ সারের কোনো সংকট হবে না। কাজেই প্রকৃতি যদি আমাদের সহায়ক থাকে, বোরোতেও কোনো ঝুঁকি হবে না, এটুকু আমি আপনাদের বলতে পারি।

Link copied!