সেন্টমার্টিনে আটকা পড়েছে দেড় হাজার পর্যটক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৩, ১১:৪০ পিএম

সেন্টমার্টিনে আটকা পড়েছে দেড় হাজার পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরণের নৌযান বন্ধ ঘোষণা করায় সেন্টমার্টিনে অবস্থানরত প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে রবিবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে রবিবার সকালে নতুন করে কোনো পর্যটক সেন্টমার্টিনে প্রবেশ করতে পারেনি। আর গতকাল শনিবারে সেন্টমার্টিনে আসা আনুমানিক দেড় হাজার পর্যটক সেখান থেকে লিতে পারেনি।

সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকেরা ভাল ও নিরাপদে আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না।সোমবার (২০ মার্চ) জাহাজ আসলে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবেন বলে জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান।

এদিকে, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ করার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, নৌযান চলাচল একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে বলেও তিনি জানান। 

Link copied!