হাসপাতাল থেকে ফিরে আবারও মিথ্যাচার শুরু করেছে বিএনপি: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০১:৩৪ এএম

হাসপাতাল থেকে ফিরে আবারও মিথ্যাচার শুরু করেছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের দল মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ করছে। বিএনপি হতাশায় হাসপাতালে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে আবারও হাঁকডাক, মিথ্যাচার শুরু করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শীতে মানুষ কষ্টে আছে। আমরা মানুষের পাশে আছি। মানুষের যে কোনো কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলাম, আছি, থাকব।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্যোগে; দুর্ভিক্ষে; ঝড়ে; বন্যায়; শীতের কষ্টে শেখ হাসিনার আওয়ামী লীগ জনগণের পাশে আছে। সারা দেশে আমাদের নেত্রী শীতবস্ত্র বিতরণের বিশাল পদক্ষেপ হাতে নিয়েছেন।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপির গণসংযোগ ভুয়া, বিএনপির নির্বাচন ভুয়া, ভোটার তালিকা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া দল।’

তিনি বলেন, ‘জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে, বিএনপির সাথে নেই। বিএনপির আন্দোলন অদৃশ্য নির্দেশে। এই নির্দেশ কোথা থেকে আসে সেই প্রশ্নও করেন তিনি। বাংলাদেশকে কারা নিষেধাজ্ঞা দেবে তার ওপর নির্ভর করে আন্দোলন হয় না।’ বিএনপির আন্দোলন ভুয়া বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘সব প্রতিষ্ঠান স্বাধীন, দুদক স্বাধীন। আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। ইসি স্বাধীন। বিএনপির সময় আজিজ মার্কা ইলেকশন হয়েছে।’ শেখ হাসিনা রাষ্ট্র মেরামত করছেন বলেও জানান তিনি।

বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ অভিহিত করে সেতুমন্ত্রী বলেন, তারা কী করে রাষ্ট্র মেরামত করবে, যারা এক কোটি ভুয়া ভোটার ও ভোটের জন্ম দিয়েছে। রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। কারণ এ দেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তার সরকার। 

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা। বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই।

সেতুমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনেই ইভিএম চাই। কমিশন সামর্থ অনুযায়ী যা করতে পারবে তাই আমরা মেনে নেব।’

ওবায়দুল কাদের প্রশ্ন উত্থাপন করে বলেন, ডোনাল্ড লু আসার পর বিএনপি নেতারা হাসপাতালে কেন গিয়েছেন? তিনি বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল অদৃশ্য নির্দেশে। তারাই দেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে প্রায় তিন হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

Link copied!