‘হঠাৎ’ রুদ্ধদ্বার বৈঠক! সিইসিকে কী কথা বললেন ইইউ রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২৩, ০৩:২৯ এএম

‘হঠাৎ’ রুদ্ধদ্বার বৈঠক! সিইসিকে কী কথা বললেন ইইউ রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে ‘হঠাৎ’ বৈঠকে করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে দুই জনের মধ্যে ঘণ্টাব্যাপী এই অনির্ধারিত ও রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কাজী হাবিবুল আউয়াল  ও চার্লস হোয়াইটলি ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তার ব্যাপারে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের  ঢাকা অফিসও স্পষ্টভাবে কিছু উল্লেখ করেনি। তবে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এক  টুইট বার্তায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও তার যৌথ ছবি পোস্ট করে বৈঠকের বিষয়টি জানান।

ওই টুইটারে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত  লিখেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে  বিস্তারিত আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন নিয়ে কথা হয়েছে বলেও তিনি জানান। 

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক চলে। এ সময় তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। ওই সূত্র জানায়, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে বেশ কিছুদিন বাংলাদেশের বাইরে অবস্থান করতে হবে। তাই ঢাকা ছাড়ার আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য  সাক্ষাত করতে নির্বাচন কমিশনে আসেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গতকাল সোমবার চালর্স হোয়াইটলি ইইউ’র একটি প্রতিনিধি দলকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে বৈঠক করেন। বৈঠকে  উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ৫০ বছরের মজবুত অংশীদারিত্বে সন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে পুনর্ব্যক্ত করেন যে সরকার অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচন চায়। শুধু তাই নয়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতায়নের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Link copied!