’৭৫ সালের দুই হত্যাকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩, ২০২১, ০৫:১৫ পিএম

’৭৫ সালের দুই হত্যাকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে

১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বরে দুটি জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। জেলহত্যা দিবস উপলক্ষ্যে আজ বুধবার (৩ নভেম্বর) ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন ওবায়দুল কাদের।

পরে দিবসটি উপলক্ষ্যে জাতীয় চার নেতার মধ্যে বনানী কবরস্থানে তিন নেতার কবরেও শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িকতা এখন আমাদের অভিন্ন শত্রু’। এসময় তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেলহত্যা দিবসে বাংলাদেশের সব অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

Link copied!