আজ সিঙ্গেলদের দিন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২৪, ১১:০৩ এএম

আজ সিঙ্গেলদের দিন

প্রতীকী ছবি

১১ নভেম্বর সিঙ্গেল বা ব্যাচেলর দিবস।

১৯৯০ সালে  চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল সিঙ্গেল  শিক্ষার্থী নিজেদের নিঃসঙ্গতাকে উদযাপনের জন্য দিনটির প্রচলন করেন। তারপর থেকে চীনে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। চীনারা এই দিনকে উদযাপন করার জন্য শপিংকে বেছে নিয়েছে। তবে এখন শুধু চীনেই না বর্তমানে এর প্রভাব দেখা যায় এদেশেও। তাইতো বিভিন্ন অনলাইন ও অফলাইন শপগুলোতে চলছে ‘১১.১১ ছাড়’।

‍‍`ডেজ অব দ্য ইয়ার‍‍`র তথ্য অনুসারে, দেশটির নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল নিঃসঙ্গ শিক্ষার্থী, যারা ভালোবাসা চেয়ে ব্যর্থ হয়েছেন কিংবা সম্পর্কের টানা-পোড়নে নিঃসঙ্গতা বেছে নিয়েছিলেন, তাদের হাত ধরে শুরু হয় একা থাকার দিন উদযাপন হয়।

একা থাকার আনন্দ একবার যারা পেয়ে যান, তারা পেয়ে যান স্বাধীনতার সুখ, কিছুতেই তারা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না। আবার অনেকে প্রেয়সীর আঘাত কিংবা প্রিয়তম না করে দেওয়ার ভারে অনেকে হয়েছেন বিমর্ষ। কিন্তু তাতে অবশ্য জীবন থমকে যাওয়ার কথা নয়। প্রত্যাখ্যানের যন্ত্রণা নিয়ে বিরহী মনকে শুধু দুঃখের গানের মধ্যেও আটকে ফেলা সম্ভবত উচিত হবে না। বরং আপনি যে একা, আপনার যে একাকিত্ব সেটিকে বরং উদযাপন করুন আজ। আজকের তারিখের দিকে একটু মনোযোগ দিলেই দেখবেন একাকিত্বের যে উজ্জ্বলতা, তার ছাপ রয়ে গেছে।

Link copied!