এক কেজি মাছের দাম দেড় লাখ রুপি!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২১, ০৫:১৬ পিএম

এক কেজি মাছের দাম দেড় লাখ রুপি!

মাছের নাম ক্রোকার। ওজন ৪৮ কেজি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বাজারে এটির দাম উঠেছিল ৮৬ লাখ ৪০ হাজার রুপি। তবে একটু ছাড় দিয়ে ওই মাছ পরে বিক্রি করা হয় ৭২ লাখ রুপিতে বাংলাদেশি মুদ্রায় যার পরিমান সাড়ে ৩৯ লাখ ৬০ হাজার টাকা (১ রুপি=দশমিক ৫৫ টাকা)। এই হিসেবে প্রতি কেজির দাম পড়ে দেড় লাখ রুপি বা সাড়ে ৮২ হাজার টাকা।

এতে বেজায় খুশি মৎস্যজীবী ওয়াহেদ বালেচ ও তার মাছ ধরার নৈৗকার মালিক সাজিদ হাজি। সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম ডন’র এক রিপোর্টে এসব তথ্য জানা গেছে। তবে তাদের দু’জনের মধ্যে অর্থ ভাগাঘাগির বিষয়টি জানা যায়নি।

'ডন' এর রিপোর্ট অনুসারে জানা যায়, যে নৌকা থেকে ওই মাছটি ধরা হয়েছিল সেটির মালিকের নাম সাজিদ হাজি। মাছ ধরার সময় নৌকা চালাচ্ছিলেন মৎস্যজীবী ওয়াহিদ বালেচ।

৪৮ কেজির বিশাল মাছটি সম্পর্কে গাওডার বন্দরের স্থানীয় এক জনপ্রতিনিধি  জানায়, আজ পর্যন্ত এত দামে কোনও মাছ তিনি বিক্রি হতে দেখেননি। দুর্লভ এই ক্রোকার মাছটি বিক্রি হয়েছে পাকিস্তানি মুদ্রায় ৭২ লাখ রুপিতে।’

নৌকা বা ইয়টটির মালিক সাজিদ হাজির ভাষ্য, প্রকৃতপক্ষে নিলামের সময় মাছটির দাম উঠেছিল ৮৬.৪ লাখ টাকা। কিন্তু কিছুটা ছাড় দিয়ে মাছটি ৭২ লাখ রুপিতে বিক্রি করা হয়েছে।

কিছু মাছ স্বাদ ও আকার অনুযায়ী চড়া দামে বিক্রি হয়। কিন্তু ক্রোকার ফিশ মূলত ওষুধ তৈরির কাজে লাগে। এই কারণে ইউরোপের বহু দেশে ও চিনে বড় ক্রোকার মাছের বিরাট চাহিদা রয়েছে। এর আগে আবদুল হক নামে আর এক মৎস্যজীবীও ক্রোকার মাছ পেয়েছিলেন। কিন্তু বাজারে সেই মাছটি বিক্রি হয়েছিল ৭.৮০ লাখ রুপিতে।

তবে শুধু পাকিস্তান না, এই ধরেণের বিশাল মাছ ধরা পড়ার রেকর্ড  হয়েছে ভারতেও।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিঘায় গত বছর বিশালাকার একটি মাছ ধরা পড়েছিল। এটির ওজন ছিল ৮০০ কেজি। ২০ লাখ টাকায় সেই মাছটি বিক্রি করা হয়েছিল।

 সূত্র: ডন ও এইসময়

Link copied!