রক্ষণাবেক্ষণের অভাবে ৭৩ শতাংশ ইভিএম নষ্ট হয়ে গেছে

জাতীয় ডেস্ক

মার্চ ৪, ২০২৪, ০১:০০ পিএম

রক্ষণাবেক্ষণের অভাবে ৭৩ শতাংশ ইভিএম নষ্ট হয়ে গেছে

ইভিএম। ছবি: সংগৃহীত

দেড় লাখের মধ্যে ১ লাখ ১০ হাজার ইভিএমই নষ্ট হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে এসব ইভিএম নষ্ট হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৪ মার্চ) দেশীয় গণমাধ্যম ইনডিপেনডেন্ট টিভিতে এ খবর প্রকাশ করা হয়েছে।

ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, ‘সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি বলেই এই ১ লাখ ১০ হাজার ইভিএম নষ্ট হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এসব ইভিএম যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা না হয়, তবে ১০ বছর মেয়াদ থাকলেও ইলেক্ট্রনিক ডিভাইসে নানা কারণে ত্রুটি দেখা দিতে পারে।’

এদিকে নষ্ট হয়ে যাওয়া ইভিএমগুলো নির্বাচন কমিশনও আর টেনে নিতে চায় না। ইসি মো. আলমগীর বলেন, ‘বরাদ্দ না পেলে নষ্ট হয়ে যাওয়া ইভিএম দিয়ে তো কিছু করার নেই। এছাড়া ভবিষ্যতে নতুন করে ইভিএম কেনা নিয়ে তেমন কোনো পরিকল্পনাও নেই।’

নষ্ট হয়ে যাওয়া এসব ইভিএমের দাম প্রায় আড়াই হাজার কোটি টাকা। জানা গেছে, বাকি যে ৪০ হাজার ইভিএম রয়েছে, তাও অকেজো হওয়ার পথে। এসব মেশিনের ১০ বছর চলার কথা থাকলেও ৫ বছরে প্রায় সবগুলোই অকেজো হয়ে পড়েছে।

Link copied!