জনসমর্থনের কারণে বিএনপি অনেকের হিংসার কারণ: তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৪১ পিএম

জনসমর্থনের কারণে বিএনপি অনেকের হিংসার কারণ: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি’র সঙ্গে রয়েছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সেই সমর্থনের কারণে বিএনপি অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে।”

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর কয়েকটি জেলায় যৌথভাবে আয়োজিত বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান আরও বলেন, নির্বাচন চাওয়া কোনো অন্যায়ের বিষয় নয়। বিএনপি স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী।

তিনি যোগ করেন, “আগামীর যে নির্বাচন হবে তা অতীতের যেকোনো নির্বাচনের থেকে কঠিন হবে।” সেভাবেই নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Link copied!