কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ০৪:৪০ পিএম

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক শুরু

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে ৩ টায় সোনারগাঁও হোটেলে এই বৈঠক শুরু হয়। 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার এবং ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

বিকাল ৪ টায় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ওই হোটেলের সুরমা হলে তথ্য অধিদপ্তর স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার।

জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে তাদের অবহিত করা হবে কূটনীতিবিদদের।

বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Link copied!