নির্বাচনের পরের সংকট কাটিয়ে উঠতে পেরেছে সরকার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৪, ০১:৩৭ পিএম

নির্বাচনের পরের সংকট কাটিয়ে উঠতে পেরেছে সরকার: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের সংকট সরকার কাটিয়ে উঠতে পেরেছে। এবার দেশের দ্রব্যমূল্যসহ নানা সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের।

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের বিরূপ মন্তব্য দলের সভাপতি শেখ হাসিনা জেনেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, এ ধরনের মন্তব্য করা যে ঠিক নয় তা তাদের অনুধাবন করতে বলা হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি বিএনপির দালাল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অগ্নিসন্ত্রাসসহ সব ধরনের সহিংসতা বন্ধ থাকলেও বিএনপি-জামায়াত যেকোনো সময় বড় ধরনের সহিংসতা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কাদের। বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জেল জরিমানাসহ পালিয়ে বেড়াচ্ছে, এছাড়া শক্তি সঞ্চয় করতেও তারা সময় নিচ্ছে।’

এসময় বিএনপিকে নেতিবাচক রাজনীতি না করে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান ওবায়দুল কাদের। কাদের বলেন, ‘তাদের ভালো কথা বলে কোনো লাভ নেই। তারা আগুনসন্ত্রাস, সহিংসতা ছাড়া কিছুই বোঝে না।’

Link copied!