ওবায়দুল কাদের তিন মাস লুকিয়ে ছিলেন এমন তথ্য জানা ছিলো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:১৮ পিএম

ওবায়দুল কাদের তিন মাস লুকিয়ে ছিলেন এমন তথ্য জানা ছিলো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের পর তিন মাস দেশেই লুকিয়ে ছিলেন এমন কোনো তথ্য সরকারের জানা ছিলো না। জানলে তাকে গ্রেপ্তার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

 একটি স্থানীয় গণমাধ্যমে, ক্ষমতাচ্যুত হওয়ার পর ‍‍ওবায়দুল কাদেরের দেশেই আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয় মঙ্গলবার।

 সেই সূত্রেই প্রশ্ন করা হলে মি. চৌধুরী মন্তব্য করেন, “যদি সরকার তার লোকেশন জানতো, সাথে সাথেই সে অ্যারেস্ট হইয়া যাইতো।”

Link copied!