তরুণদের মাধ্যমেই সফল গণঅভ্যুত্থান সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে গণহত্য দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সফল গণঅভ্যুত্থান করতে তরুণদের মধ্যে সাহস তৈরি করতে হবে। তরুণদের মাঝে গণতন্ত্র রক্ষার বোধ তৈরি হলেই সরকার পতন সম্ভব।’
বর্তমান সরকারকে ফ্যাসিবাদী সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশকে পরাধীন করে রাখার ক্ষমতা কারও নেই। এদেশের মানুষ বিদেশি পরাশক্তির প্রভুত্ব কোনোদিন স্বীকার করে নেবে না।’
এদেশের মানুষ সত্যি কথা বলতে গেলেও তাদের আটক করে রাখা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সংবিধানের তিনটি অনুচ্ছেদ কোনোদিন পরিবর্তন হবে না। জয় লাভের জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে।’
এছাড়া ২৫শে মার্চের কথা স্মরণ করে তিনি বলেন, ‘কারও দয়ায় নয়, বরং রক্তের দাম দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সব মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বলেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে।’