অক্টোবর ২২, ২০২৩, ০৮:৩৫ এএম
দেরিতে হলেও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো ফেসবুক এবং ম্যাসেঞ্জারেও চালু হতে যাচ্ছে ‘ব্রডকাস্ট চ্যানেলস’ সুবিধা। নতুন এই সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের ফলোয়ারদের কাছে বার্তা, ছবি, অডিও ক্লিপ পাঠাতে কিংবা জরিপসহ করতে পারবেন আরও অনেক কাজ।
আগামী কিছুদিনের মধ্যেই এই সুবিধা ব্যবহার করা যাবে বলে এক ব্লগ বার্তায় জানিয়েছে এর প্রতিষ্ঠান মেটা।
মেটার তথ্যমতে, বর্তমানে নির্দিষ্টসংখ্যক ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ওপর ‘ব্রডকাস্ট চ্যানেলস’ সুবিধার কার্যকারিতার পরীক্ষা চলছে। এটি চালু হলে ফেসবুক পেজের মাধ্যমে শুধু ফলোয়ারদের নিয়ে আলাদা চ্যানেল তৈরি করা যাবে। যাতে ফলোয়ারদের জন্য আলাদা অডিও বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করা যাবে, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা অন্যান্যরা তা দেখতে পারবেন না। মেসেঞ্জারেও গ্রুপ চ্যাটের আদলে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিদের নিয়ে তৈরি চ্যানেলে পোস্ট করা যাবে এসব।
গত বুধবার মেটার সিইও মার্ক জাকারবার্গ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই সুবিধা চালু হবার কথা নিশ্চিত করেন।
এর সঙ্গে তিনি লিখেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফেসবুক ও ম্যাসেঞ্জারে আসছে ব্রডকাস্ট চ্যানেল। পেজগুলো ভয়েস নোট, বার্তা, ছবি, ভিডিও এবং জিএইএফ (GIF) তাদের চ্যানেলগুলোতে থাকা যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন।”
মেটার মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও ব্রডকাস্ট চ্যানেলের সুবিধা চালু আছে। যা চালুর পরপরই স্বল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
উল্লেখ্য যে, সর্বপ্রথম ‘টেলিগ্রামে’ চ্যানেল সুবিধা ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।