ওপারে ভালো থাকবেন বাবা: সাইমন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:৫৮ পিএম

ওপারে ভালো থাকবেন বাবা: সাইমন

বেতার, টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্র-সব মাধ্যমেই সমানভাবে বিচরণ করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। তবে  খলনায়ক হিসেবেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ঢালিউডের এই বর্ষীয়ান অভিনেতা। ১৪ সেপ্টেম্বর এই ভার্সেটাইল অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে ৬৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান শক্তিশালী এই অভিনেতা। করোনাভাইরাসের কারণে তার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই স্মরণ করেছেন তাকে।

চিত্রনায়ক সাইমন সাদিক তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'আপনার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি! হয়নি পথ চলা! কিন্তু যোগাযোগ ছিলো সবসময়। বাবা ছাড়া ডাকতেন না। আমার আব্বু আর ছোট কাকা দুই নাম জুড়ে (সাদেক-বাচ্চু) আপনি। আমাদের সম্পর্কটাও ছিলো বাবা, চাচার মতো। ফোনে কথা হতো, দেখা হতো। মনে হতো কত আপন আপনার। শাসন করতেন, আদর করতেন, ভালোবাসতেন। আরো কতো কি...।'

প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চুর আত্মার শান্তি কামনা করে সাইমন আরও লিখেছেন, 'ওপারে ভালো থাকবেন বাবা। মহান আল্লাহ্ আপনাকে অনেক শান্তিতে রাখবেন, কারণ আপনি অসম্ভব ভালো মানুষ। ভালো মানুষের যা যা গুণ থাকা দরকার সব আপনার মধ্যে ছিলো। আপনার এই চলে যাওয়া আমাদের কাঁদিয়েছে, কাঁদছে আমাদের চলচ্চিত্র! শ্রদ্ধা আর ভালোবাসা রইলো।'

বাংলাদেশের এই জনপ্রিয় খলনায়ক ১৯৫৫ সালের ১ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে জন্মগ্রহণ করেন। পাঁচ দশকের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমায় ছিল তার অবাধ বিচরণ। নায়ক আলমগীর পরিচালিত 'একটি সিনেমার গল্প' সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

‘রামের সুমতি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাদেক বাচ্চু। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শহীদুল আমিন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবননদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘সুজন সখী’ ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’ প্রভৃতি।

Link copied!