ত্রিশ পেরিয়ে একত্রিশে প্রিয়দর্শিনী মৌসুমী

শোবিজ প্রতিবেদক

মার্চ ২৬, ২০২৩, ০২:১৯ এএম

ত্রিশ পেরিয়ে একত্রিশে প্রিয়দর্শিনী মৌসুমী

ঢালিউড কুইন। প্রিয়দর্শিনী। লাস্য ময়ী। এরকম বহু অভিধায় ডাকা যায় তাঁকে। ঢালিউডে তাঁর মতো রূপময়ী চিত্রনায়িকা দুজন নেই। আরিফা পারভীন জামান। যাকে চিত্রজগত ভালবেসে ডাকে মৌসুমী নামে। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে যিনি মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। আজ তার চলচ্চিত্র জগতে পা দেওয়ার ৩০ বছর পূর্তি হলো।  

ক্যারিয়ারের দীর্ঘ ৩০ বছর পূর্তি এবং ৩১ বছর পদার্পণের এই সময়ে ৯০ পরবর্তী সবচেয়ে সফল, বৈচিত্র্যময়, জীবনমুখী, ভার্সেটাইল চরিত্রের ব্যস্ততম ও প্রভাবশালী এই তারকার প্রতি রইল দ্য রিপোর্ট ডট লাইভের শুভ কামনা।

Moushumi

ব্লকব্লাস্টার মুভি ‘কেয়ামত থেকে কেয়ামত’ এ প্রয়াত নায়ক সালমান শাহর সাথে। ছবি: সংগৃহীত

১৯৯৩ সালে অমর নায়ক সালমান শাহ’র বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে তাঁর সুবর্ণযাত্রা শুরু হয়। সোহানুর রহমান সোহান নির্মিত সিনেমাটি ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল। সেই হিসেবে আজ মৌসুমীর অভিনয় জীবনের ৩০ বছরে পূর্ণ করলেন।   

বিশেষ এই দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। তিনি ফেসবুকে মৌসুমীর একটি সিঙ্গেল ছবি ও তাঁর সাথে নিজের একটি ছবিও শেয়ার করেছেন। ওমর সানী সেই ছবির ক্যাপশনে লিখেছেন: অভিনন্দন মৌসুমী তোমাকে কর্মজীবনের ৩০ বছর উপলক্ষে। আজ তুমি সবার কাছে প্রিয়দর্শিনী, চলচ্চিত্রের কাছে প্রিয়দর্শিনী এবং আমার পরিবারের কাছে তুমি প্রিয়দর্শনী।

১৯৭২ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সাথে ঘর বাঁধেন। একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন মৌসুমী। তিন দশকের ক্যারিয়ারে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সাফল্য পেয়েছেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এরপর তিনি ২০০৬ সালে ‘মেহের নিগার’ পরিচালনা করেন। নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ নামের আরো দুটি সিনেমা।

মৌসুমী গানেও বেশ পারদর্শী। ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত ‘মাতৃত্ব’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় ‘কি যে শূন্য লাগে তুমিহীনা’ গানে কণ্ঠ দেন এ অভিনেত্রী।

Link copied!