পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৫, ০৪:১৯ পিএম

পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রবিবার, ২৬ জানুয়ারি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা, সে বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে।’  

এদিকে এক বিবৃতিতে দুদক জানিয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়োগ দিতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপ করা হয়েছিল। যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে ওই পদে বসাতে শেখ হাসিনা তার ক্ষমতা ব্যবহার করেছিলেন। পুতুলের অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়, তা বাস্তবসম্মত নয় এবং কাগুজে। তার অযোগ্যতা আড়াল করতে ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা তাকে সফরসঙ্গী করেন। এছাড়া কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

দুদকের নথিতে আরও উল্লেখ করা হয়, পুতুল পারিবারিক প্রভাব কাজে লাগিয়ে দুর্নীতির মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোমেটিক জোনে ১০ কাঠা জমি নিজের দখলে নেন। এই অভিযোগে দুদক তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা দায়ের করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল ‘সূচনা ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক অনুদান আদায় এবং অর্থ আত্মসাৎ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ অটিস্টিক সেল ব্যবহার করে ভূয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

Link copied!