চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের অভিযোগ

ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ

জানুয়ারি ২৫, ২০২৫, ১২:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের অভিযোগ

ছবি: ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামের এক বাংলাদেশিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল (৩০) নউপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে।

তবে বিজিবি এর সত্যতা নিশ্চিত করেনি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে ৬-৭ জন মাদক কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কি-না আমার জানা নেই।

আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান।

তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে গুলিতে আহত একজন হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) রেফার্ড করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলে জানান তিনি।

Link copied!