ফারুক আহমেদের জন্মদিন ২৫ মার্চ, কিন্তু পালন করেন না তিনি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২২, ০৭:২২ পিএম

ফারুক আহমেদের জন্মদিন ২৫ মার্চ, কিন্তু পালন করেন না তিনি

সমকালীন অভিনেতাদের মধ্যে ফারুক আহমেদ জনপ্রিয় একজন। এই নাট্যাভিনেতার জন্মদিন ২৫ মার্চ। অথচ তিনি তার জন্মদিন পালন করেন না।

২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি কালো অধ্যায়। মহান মুক্তিযুদ্ধের শোকস্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’। জাতীয় ‘গণহত্যা দিবস’। জাতি গভীর বেদনায় প্রতিবছর স্মরণ করে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার নিরীহ শহীদ আর প্রতিরোধসংগ্রামে আত্মদানকারী বীর যোদ্ধাদের। কালরাতের সেই বিভীষিকার স্মরণেই ফারুক তার জন্মদিনের অনুষ্ঠান থেকে বিরত থাকেন। এই দিনে শহীদদের প্রতি সম্মান জানান এই অভিনেতা।  

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে ফারুক একটি পোস্টও লিখেছেন। তাতে তিনি লিখেছেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস। আজ ২৫ মার্চ। আজ কালরাত্রি। আজ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে অতর্কিতে ঘুমন্ত জনগণের ওপর আক্রমণ চালায়। হত্যা করে হাজার হাজার নিরীহ মানুষ। এ ইতিহাস সকলেরই জানা।’

ফারুক বলেন, ‘যে বিষয়টি মানুষ জানে না তা হলো, ২৫ মার্চ আমার জন্মদিন। হায় রে কপাল! ২৫ মার্চ কালরাত্রি আর গণহত্যা দিবসে আমার জন্মদিন। সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে আমি গণহত্যা দিবসে আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। সকলকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। ’

ফারুক আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালে মঞ্চে অভিনয় দিয়ে অভিনয়জীবন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকমের মানুষ নাটকে রসিকলাল নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারা দেশে পরিচিতি লাভ করেন। জনপ্রিয় নাট্যকার ও লেখক হুমায়ূন আহমেদ বেঁচে থাকাকালে তাঁর নাটকের নিয়মিত মুখ ছিলেন ফারুক আহমেদ। তাঁর প্রয়াণের পর ফারুক অন্য পরিচালকদেরও পছন্দের আর্টিস্ট। অভিনেতা পরিচয়ের পাশাপাশি ফারুক আহমেদের আরেকটি পরিচয় হল তিনি নাটক রচনা এবং নির্মান করে চলেছেন।

 

Link copied!