তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জিতে বাংলাদেশের মেয়েরা হোয়াইটওয়াশ করল আইরিশদের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে সোমবার ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৮৬ রানের লক্ষ্য ৭৫ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে নিগার সুলতানার দল।
ভারতে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে এই সিরিজে পূর্ণ ছয় পয়েন্ট জরুরি ছিল বাংলাদেশর জন্য। তিন ম্যাচেই দাপুটে জয়ে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।
এ নিয়ে তৃতীয়বার কোনো দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে সব ম্যাচ জয়ের নজির এটিই প্রথম।
এই সাফল্যের বড় কারিগর দলে ফেরা শারমিন। প্রায় দেড় বছর পর দলে ফিরে প্রথম ম্যাচে ৯৬ রানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সোমবার ৮৮ বলে ৭২ রানের ইনিংস খেলে আবার তিনি ম্যাচের সেরার স্বীকৃতি পান।
আরও পড়ুন: সাকিব ছাড়াই ওয়ানডে দল ঘোষণা, অধিনায়ক মিরাজ
নিজেকে নতুনভাবে মেলে ধরার এই সিরিজে তিন ম্যাচে শারমিনের সংগ্রহ ৭০.৩৩ গড়ে ২১১ রান। এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার এক সিরিজে দুইশর বেশি রান করলেন। এই প্রথম এক সিরিজে তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেললেন বাংলাদেশের কোনো ব্যাটার।
প্রথম ম্যাচে ১০৪ রানের জুটি গড়া ফারজানা ও শারমিন এবার যোগ করেন ১৪৩ রান। যে কোনো উইকেটেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ এটি। সব মিলিয়ে এই সিরিজে মোট ৬টি পঞ্চাশছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ। এটিও রেকর্ড। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ৫টি পঞ্চাশছোঁয়া জুটি গড়েছিল তারা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আরেকবার ব্যাটিং নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ১৮৫ রানে অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা। সুলতানা ও নাহিদার ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট।
রান তাড়া করতে নেমে ৩৭ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন শারমিন, ফারজানার সংগ্রহ ৬২ রান।
তিন ম্যাচে দ্বিতীয় পঞ্চাশছোঁয়া ইনিংসে ১১টি চার মারেন শারমিন। সব মিলিয়ে সিরিজে তার বাউন্ডারি ২৯টি। বাংলাদেশের পক্ষে এক সিরিজে সর্বোচ্চ বাউন্ডারির আগের রেকর্ড ছিল ফারজানার, গত বছর ভারতের বিপক্ষে ১৭টি। শারমিনের বিদায়ে ভাঙে ১৪৩ রানের জুটি। চলতি সিরিজের প্রথম ম্যাচেও শতরানের জুটি গড়েছিলেন শারমিন ও ফারজানা। এই প্রথম এক সিরিজে একাধিক শতরানের জুটি পেল বাংলাদেশ।
দুই দল এখন খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেটে ম্যাচ তিনটি হবে আগামী বৃহস্পতিবার, শনিবার ও সোমবার।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ১৮৫ (ফোর্বস ৫, লুইস ৫২, হান্টার ২৩, প্রেন্ডারগাস্ট ২৭, পল ৯, রেমন্ড-হোয়ি ৬, কেলি ১৮, ডালজেল ১৯, মারে ১৩, সারজেন্ট ৭*, ম্যাগুয়েইর ৩; মারুফা ৫-০-১০-০, সুলতানা ১০-২-২৯-২, নাহিদা ১০-০-৫৫-২, রাবেয়া ১০-০-২৭-১, ফাহিমা ১০-০-৪৩-৩, স্বর্ণা ৪-০-১৫-১, রিতু ১-০-৬-০)
বাংলাদেশ: ৩৭.৩ ওভারে ১৮৬/৩ (ফারজানা ৬২, মুর্শিদা ৮, শারমিন ৭২, নিগার ১৮*, সোবহানা ৭*; প্রেন্ডারগাস্ট ৫-০-১৭-১, সারজেন্ট ৭-০-৩৬-০, মারে ৬-০-৪২-০, কেলি ৫.৩-১-২০-০, ডালজেল ৫-০-২২-০, ম্যাগুয়েইর ৮-০-৩৮-২, ফোর্বস ১-০-১০-০)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ৩-০তে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: শারমিন আক্তার
প্লেয়ার অব দা সিরিজ: ফারজানা হক