সাকিব আল হাসানকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে আসন্ন সিরিজে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় এই সিরিজে দলটিকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
চোটের কারণে আসন্ন সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম, একই কারণে দল থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়ও।
বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া এক বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সবশেষ আফগানিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান জাকির হাসান।
রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান দল থেকে বাদ পড়েছেন। গতকাল বাঁহাতি এ অলরাউন্ডারের খেলতে না পারা সম্পর্কে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টি আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন, আমি বিব্রত না। আমি চাই, সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে... ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে আছে, তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’
পড়ুন: সিটিকে হারাল লিভারপুল
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সেন্ট কিটসে অনুষ্ঠিত ৩ ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। পরের দুইটি ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।