এশিয়া কাপে ভারত-পাকিস্তান জিতেছে বৃষ্টি। ভারত আগে ব্যাট করে ২৬৬ রানে গুটিয়ে যায়। জবাবে আর পাকিস্তানের ব্যাট করা হয়নি। বৃষ্টি আর মাঠ খেলার উপযোগী না থাকায় খেলাটি পণ্ড হয়ে গেছে। অনেকটা সময় অপেক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে হারায়। এ ম্যাচ জিতলে তারা সুপার ফোরে চলে যেত। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে তারা চলেও গেছে।
শ্রীলংকার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইশান কিশান ও হার্ডিক পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয় ভারত। পান্ডিয়া ৮৭ ও কিশান ৮২ রান করেন। ভারতের ইনিংস শেষে বৃষ্টি শুরু হলে পাকিস্তান দল ব্যাট করতে মাঠেই নামতে পারেনি। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করে ম্যাচ কর্মকর্তারা।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ভারত ও পাকিস্তানকে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ২৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো নেপালকে। এতে ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ভারত। ১ ম্যাচ খেলে কোন পয়েন্ট পায়নি নেপাল।
আগামী ৪ সেপ্টেম্বর পাল্লেকেলেতে এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল। ঐ ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে খেলবে। কোন কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার ফোরে খেলবে ভারত। গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে নেপাল।