বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সংবাদ পাঠিকা থেকে সিনেমার নায়িকা হয়ে বাজিমাত করা বুবলির জন্মদিন পালিত হল ২০ নভেম্বর।
জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য সুখবর জানিয়েছেন বুবলি। সুখবর হলো আগামী বছর মুক্তি পাবে বুবলীর সাতটি সিনেমা। যদিও চলতি বছরে তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তির সম্ভাবনা নেই।
জানা গেছে ইতোমধ্যেই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে- জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’।
সাতটি সিনেমাতে বুবলির বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। প্রত্যেক সিনেমার পরিচালক ২০২৫ সালেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
বছর জুড়েই চর্চায় থাকেন লাস্যময়ী বুবলি। কখনো শাকিব খানের কারণে আবার কখনো নিজের সাবলীল অভিনয় ও সিনেমার কারণে তাকে নিয়ে চর্চা চলে। ইতোমধ্যে ফিল্মপাড়ায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
শবনম বুবলি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।