অর্ধনগ্ন করে দুই সাংবাদিককে পেটালো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৪৯ পিএম

অর্ধনগ্ন করে দুই সাংবাদিককে পেটালো তালেবান

আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে অর্ধনগ্ন করে পিটিয়েছে তালেবান। আফগানিস্তানে নতুন সরকার গঠনের পর নিজেদের অধিকারের দাবিতে তালেবান বিরোধী বিক্ষোভ করছেন দেশটির অনেক নারী। বুধবার (৮ সেপ্টেম্বর) সেই বিক্ষোভের সংবাদ প্রকাশ করায় তালেবানের সদস্যরা ২ সাংবাদিক তাকি দারিয়াবি এবং নেমাতুল্লাহ নাকদিকে বেধড়ক পেটানো হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলের কারত-ই-চারে তালেবান বিরোধী নারীদের বিক্ষোভের সংবাদ কভার করছিলেন ‘ইলিতাত-ই-রোজ’র ভিডিও সম্পাদক তাকি দারিয়াবি এবং প্রতিবেদক নেমাতুল্লাহ নাকদি। তখুনি তাদের তুলে নিয়ে যায় তালেবান। তারপর অজ্ঞাত এক স্থানে নিয়ে তাদের বেধড়ক মারপিট ও নির্যাতন করা হয়।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ‘ইলিতাত-ই-রোজ’ এর টুইট করা ছবিতেও ওই দুই ব্যক্তির উপস্থিতি পাওয়া যায়। আফগানিস্তানের এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, তালেবানের মারধরের শিকার ওই দুই সাংবাদিক তাদেরই কর্মী।

লস অ্যাঞ্জেলস টাইমসের সাংবাদিক মার্কাস ইয়ামের করা একটি টুইট থেকে দেখা যায়, স্থানীয় দুই সাংবাদিকের অন্তর্বাস ছাড়া বাকী সব পোশাক খুলে ফেলা হয়েছে। তাদের শরীরে মারপিটের অসংখ্য দাগ। বেধড়ক মারপিটে রক্তাক্ত ও কালো হয়ে গেছে তাদের শরীর।

লস অ্যাঞ্জেলস টাইমসকে নাকদি বলেন, ‘আমরা চিৎকার করে জানাচ্ছিলাম যে, আমরা সাংবাদিক। কিন্তু তারা কোনও তারা তা আমলে নেয়নি। আমি ভেবেছিলাম তারা আমাদের মেরে ফেলতে যাচ্ছে’।

এছাড়াও একাধিক সাংবাদিককে অপদস্থ করেছে তালেবান। এমন সংবাদ জানিয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

এদিকে, তালেবানরা সাংবাদিকদের ওপর আরও চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দ্যা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

Link copied!