ডিসেম্বর ২, ২০২১, ০৯:৩৮ পিএম
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা থেকে ‘খুবই বিরল রক্তজমাটের’ মতো জটিলতার কারণ খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।
ভ্যাকসিন-ইনডিউসড ইমিউন থ্রোমবোসিটোপেনিয়ার (ভিআইটিটি) সঙ্গে থ্রোমবোসিসের কারণ বের করতে গবেষণা চালিয়েছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও কার্ডিফ ইউনিভার্সিটির গবেষকদের একটি দল।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কিংবা জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পরে রক্তজমাট বাঁধার সঙ্গে সংশ্লিষ্ট টিটিএসে জীবন-হুমকিতে ফেলে দেওয়ার শঙ্কা দেখা দিয়েছে স্বল্প-সংখ্যক লোকের।
বিজ্ঞানীরা বলেন, তারা মনে করছেন—কীভাবে রক্তের একটি প্রোটিন টিকার একটি গুরুত্বপূর্ণ উপাদানকে আকর্ষণ করে—তা শনাক্ত করতে পেরেছেন। এতে এক ধরনের ধারাবাহিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, আর এতেই বিপজ্জনক রক্তজমাটের ঘটনা ঘটছে।
অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পর রক্তজমাটে কয়েকজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। আর এতে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচিতেও ক্ষতিকর প্রভাব পড়েছে।
গেল মে মাসে যুক্তরাজ্যের ঔষধ নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বলছে, এখানে দুই কোটি ৮৫ লাখ টিকা দেওয়া হয়েছে, তাদের মধ্যে ২৪২ রক্তজমাটের ঘটনা ঘটেছে। আর মৃত্যু হয়েছে ৪৯ জনের।
বিজ্ঞানীরা বলছেন, টিকা নেওয়ার সুবিধা তার অসুবিধার চেয়ে অনেক বেশি। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক অ্যালান পারকার বলেন, অতি-বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনায় ধারাবাহিক জটিলতা থেকে বিরল ভিআইটিটি ঘটছে।