‘আশঙ্কাজনক পর্যায়ে যেতে পারে করোনা পরিস্থিতি’

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২১, ০৩:১০ এএম

‘আশঙ্কাজনক পর্যায়ে যেতে পারে করোনা পরিস্থিতি’

করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে অসংক্রামক রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক রোবেদ আমিন এই শঙ্কা প্রকাশ করে জানান, স্বাস্থ্যবিধি এবং সরকারের দেওয়া বিধিনিষেধ না মানলে চলমান করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে।

তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতির অবনতি ঘটেছে। সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোভিড–১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ছে। পজিটিভিটির সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিদ্যমান পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণের জন্য ঢাকার চারপাশে কঠোর লকডাউনের ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে রোবেদ আমিন সরকারের আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, এই ঊর্ধ্ব সংক্রমণ পরিস্থিতিতে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছে। কিন্তু কোভিড–১৯ পরিস্থিতি মোকাবিলা করা, হাসপাতালে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া, চিকিৎসক, নার্স এবং যাঁরা স্বাস্থ্যকর্মী আছেন, তাঁদের সেবা দেওয়ার সুযোগ দেওয়া এবং মৃত্যু কমিয়ে আনার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

তবে এ অবস্থার মধ্যেও দেশে করোনা সংক্রমণ বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। বুধবার (২৩ জুন) গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। এনিয়ে দেশে মোট ১৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হলো।

রবিবার (২০ জুন) গত ২৪ ঘন্টায় মারা যায় ৮২ জন। শনিবার একদিনে মারা যায় ৬৭ জন। শুক্রবার গত ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার মারা যায় ৬৩ জন। বুধবার (১৬ জুলাই) গত একদিনে মারা যায় ৬০ জন। মঙ্গলবার ২৪ ঘন্টায় ৫০ জনের মৃত্যু হয়। তার আগের দিন (১৪ জুন) মারা যায় ৫৪ জন।

Link copied!