দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর এগারো দিনের মাথায় প্রায় সাড়ে ১৮ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ১৮ লাখ ৩৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ১২ লাখ ৩৩ হাজার ৬৬৫ জন পুরুষ এবং ৬ লাখ ১৪ হাজার ৬৫৮ জন নারী টিকা নিয়েছেন।
এছাড়া টিকাগ্রহণের পর এ পর্যন্ত মোট ৫৩৭ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে তা জটিল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে সর্বশেষ টিকাদান পরিস্তিতি নিয়ে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেশের ১ হাজার ৫টি কেন্দ্র টিকা নিয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৯৩৬ জন পুরুষ, আর নারী ৯৭ হাজার ৯ জন। এ দিন আগের দিনের চেয়ে ৩৫ হাজার ১৯০ জন বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। বুধবার টিকা নিয়েছিলেন ২ লাখ ২৬ হাজার ৭৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৭৩ হাজার ৫১৪ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৪ হাজার ৭৮৮ জন, খুলনা বিভাগে ৩৪ হাজার ১৯৫ জন, রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগে ২৫ হাজার ৫৭৯ জন, সিলেট বিভাগে ১৫ হাজার ৩শ জন, বরিশাল বিভাগে ১৪ হাজার ৪৪৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৯০১ জন টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতাল কেন্দ্রে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। এরমধ্যে পুরুষ ২১ হাজার ১৩১ জন আর নারী ১১ হাজার ২৮১ জন। ঢাকা মহানগরীতে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮২৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯৬০ জন আর নারী ৮০ হাজার ৮৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে টিকা নেওয়া ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জনের মধ্যে এ পর্যন্ত ঢাকায় ৫ লাখ ১৮ হাজার ৯৮৩ জন, ময়মনসিংহে ৮৩ হাজার ২৭৬ জন, চট্টগ্রামে ৪ লাখ ১৯ হাজার ৫৩০ জন, রাজশাহীতে ২ লাখ ১৩ হাজার ১৫ জন, রংপুরে ১ লাখ ৭২ হাজার ৭৮৩ জন, খুলনায় ২ লাখ ১৫ হাজার ৮১৬ জন, বরিশালে ৯১ হাজার ২৪৯ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৩৩ হাজার ৬৬১ জন টিকা নিয়েছেন।
করোনা মহামরির সংক্রমণ ঠেকাতে দেশে ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।