করোনা প্রতিরোধে দেশে দেশে নানা বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ০৭:৪১ পিএম

করোনা প্রতিরোধে দেশে দেশে নানা বিধিনিষেধ

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ কোনোভাবেই থামছে না। বিশ্বের প্রায় সব দেশেই এই ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে। করোনার বিস্তার প্রতিরোধে তাই দেশে দেশে নেয়া হয়েছে নানান পদক্ষেপ।

যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ।  মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা  ৫৬ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪৫ কোটি ৪৯ লাখ।

করোনায় সবচেয়ে বেশি ঘায়েল হয়েছে ইউরোপের দেশগুলো। ওই দেশটিতে নেওয়া হয়েছে সংক্রমণ প্রতিরোধক নানা ব্যবস্থা।  ফ্রান্সে করোনা টিকা নেওয়া ছাড়া বার ও রেস্তোরাঁয় প্রবেশ এবং ট্রেন ও উড়োজাহাজে ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর করতে বহুল প্রত্যাশিত ‘ভ্যাকসিন পাস’ আইন চালু হয়েছে। নিজ দেশের নাগরিকদের নানা বাধার মুখেও পার্লামেন্টে ‘ভ্যাকসিন পাস’ আইন পাস হয়েছে। এতে করোনা আক্রান্ত  থাকলেও টিকা না নিলে বার ও রেস্তোরাঁয় প্রবেশ করতে পারবে না।  একইভাবে ট্রেন ও উড়োজাহাজে ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির দিক দিয়ে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জন। একই সময়ে ১ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের নার্সিং হোমের বাসিন্দা এবং কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা সঙ্কট বাড়ছে। করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হতে বেগ হচ্ছে রোগীদের।

আক্রান্ত শনাক্ত বেড়ে যাওয়ায় জাপানের রাজধানী টোকিওসহ আরো ১৮টি এলাকায় বিধিনিষেধ আরো কঠোর করার পরিকল্পনা করেছেন সেদেশের প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আলোচনা করে আজ তা ঘোষণা করার কথা রয়েছে।

শীতকালীন অলিম্পিক শুরুর আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় চীনের রাজধানী বেইজিংয়ের ২০ লাখ মানুষকে গণপরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর আশপাশের আরো কয়েকটি শহরের বাসিন্দাদেরও করোনা শনাক্তে গণপরীক্ষা আওতায় আনা হয়েছে।

করোনার অতিসংক্রামক ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে টানা পঞ্চম দিনের মতো তিন লাখেরও বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৯৫ লাখে দাঁড়িয়েছে।

এদিকে, করোনা মহামারীর লাগাম টেনে ধরতে সব দেশকে এক জোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এভাবে বছরের পর বছর বিশ্ববাসী করোনা মহামারী বয়ে বেড়াতে পারে না  বলেও তিনি জানান।

Link copied!