করোনাভাইরাসে শনাক্ত রোগীর ৭৮ ভাগই ঢাকার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২২, ০৩:২৮ এএম

করোনাভাইরাসে শনাক্ত রোগীর ৭৮ ভাগই ঢাকার

করোনাভাইরাসের সংক্রমণ গত এক সপ্তাহের বেশি সময় ধরে বেড়েই চলেছে। তবে ঢাকায় করোনার সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনায় মঙ্গলবার গত ২৪ ঘন্টায় মোট শনাক্তদের ৭৮ ভাগই ঢাকার। ঢাকার পরেই রয়েছে চট্টগ্রামের অবস্থান।

গত দু্ইদিনের প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ২জনের মৃত্যু নিয়ে দেশে মোট ২৮ হাজার ১০৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে ২ হাজার ৪৫৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এনিয়ে দেশে মোট ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন করোনায় শনাক্ত হলেন। সোমবার ২৪ ঘন্টায় ২ হাজার ২৩১ জন রোগী শনাক্ত হয়েছিলেন।

ধারাবাহিকভাবে করোনা শনাক্ত রোগী বৃদ্ধির পাশপাশি বেড়ে গেছে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে দৈনিক রোগী শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।

তবে নতুন রোগী বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটছে ঢাকায়। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যেসব রোগী শনাক্ত হয়েছেন, তাঁদের ৭৮ শতাংশের বেশি ঢাকা শহর ও ঢাকা জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলার রোগী ১ হাজার ৯২০ জন। শতকরা হিসাবে তা মোট রোগীর ৭৮ দশমিক ১১ শতাংশ। আর ঢাকা বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭৯ জন। এই বিভাগে ঢাকার পরে বেশি রোগী শনাক্ত হয়েছেন গাজীপুরে ১৬ এবং নারায়ণগঞ্জে ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন চট্টগ্রামে। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে শনাক্ত রোগী ছিল ২০৭ জন। আর বিভাগে মোট শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এরপর রাজশাহী বিভাগে ৫৬, খুলনা বিভাগে ৫১, সিলেট বিভাগে ৩৬, ময়মনসিংহে ১৯, রংপুরে ১১ এবং বরিশাল বিভাগে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
ঢাকার বাইরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন কক্সবাজারে ৪৭ জন। এ ছাড়া রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে ২৩ এবং সিলেট মহানগর ও জেলা মিলিয়ে ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!