করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২১, ১১:৫৮ পিএম

করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন দুই জন। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। এদিকে, ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২২৭ জনের শরীরে। যা আগের দিন ছিল ২০৫ জন।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। আগের দিন সংক্রমণের হার ছিল ১ দশমিক শূন্য ৩ শতাংশ, যা বেড়ে হয়েছে ১ দশমিক তিন চার শতাংশ।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৩৮টি।

গত ২৪ ঘণ্টায় যে দুই জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে দুইজনই পুরুষ। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ২৭ হাজার ৯৮০ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

Link copied!