করোনায় দেশে ২৪ ঘন্টায় আড়াই হাজার সংক্রমিত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২২, ০১:৩৩ এএম

করোনায় দেশে ২৪ ঘন্টায় আড়াই হাজার সংক্রমিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ১০৭ জন মারা গেলেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত দুজনের সবাই পুরুষ। হাসপাতালে (সরকারি) তাদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৫৮ জন।এনিয়ে দেশে মোট ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন করোনায় শনাক্ত হলেন। সোমবার ২৪ ঘন্টায় ২ হাজার ২৩১ জন রোগী শনাক্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে ২৭৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন।সুস্থতার শতকরা হার ৯৭ দশমিক শুন্য ৬।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এই হিসেবে করোনা শনাক্তের শতকরা হার ৮ দশমিক ৯৭। এ পর্যন্ত গড় শনাক্তের শতকরা হার ১৩ দশমিক ৬৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৯৭২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯৫ শতাংশ এবং ১০ হাজার ১৩২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৬ দশমিক পাঁচ শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২০২০ সালের এপ্রিলের পর ২০২১ সালের  ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে দেশ মৃত্যুহীন দিন পার করে।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত বছরের ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

Link copied!