করোনায় বিশ্বে একদিনে ৯,০৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২, ২০২১, ১০:৩৭ পিএম

করোনায় বিশ্বে একদিনে ৯,০৩০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কোনোভাবেই থামছে না।সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে গেছে। শুক্রবার (০২জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩৯ লাখ ৭১হাজার ছাড়িয়েছে। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৩৪ লাখ ছাড়িয়ে গেছে। দৈনিক মৃত্যুর দিক দিয়ে এখনও ব্রাজিল শীর্ষে রয়েছে। দেশটিতে এখনও দেড় হাজার থেকে আড়াই হাজার লোক প্রতিদিন মারা যাচ্ছে। ভারতে দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। তবে দৈনিক শনাক্ত হচ্ছের ৪৫ হাজারের  বেশি।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, শুক্রবার (০২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩৯ লাখ ৭১ হাজার ৪৪২ জন মারা গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৯ লাখ ৬২ হাজার ৪১২। এই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় করোনায় বিশ্বে ৯ হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়। বুধবার (৩০ জুন) গত ২৪ ঘন্টায় বিশ্বে মারা যায় ৮ হাজার ৫৩০ জন। মঙ্গলবার একদিনে বিশ্বে ৬ হাজার ৪৯৯ জনের মৃত্যু হয়। সোমবার একদিনে মারা যায় ৬ হাজার ৭৬ জন। রবিবার (২৭ জুন) একদিনে মারা যায় ৭ হাজার ৫৭০ জন। শনিবার গত ২৪ ঘন্টায় বিশ্বে ৯ হাজার ২০৯ জনের মৃত্যু হয়। শুক্রবার (২৫ জুন)  একদিনে মারা যায় ৮ হাজার ৫৯৮ জন।

মৃত্যুতে শীর্ষে যেসব দেশ

যুক্তরাষ্ট্র: ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ি মৃত্যুর দিক দিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত দেশটিতে ৬ লাখ ২০ হাজার ৬৪৫ জন মারা গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৬ লাখ ২০ হাজার ২৪৯। এই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩৯৬ জন মারা গেছেন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ২৬৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মারা যায় ৬ লাখ ১৯ হাজার ৫৯৫ জন। সোমবার পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৯ হাজার ৪২৪ জনের মৃত্যু হয়। রবিবার (২৭ জুন) পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৯ হাজার ৩৪৩ জন মারা গেছেন। শনিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ছিল ৬ লাখ ১৯ হাজার ১৫২।  শুক্রবার (২৫ জুন) পর্যন্ত এই সংখ্যা ছিল ৬ লাখ ১৮ হাজার ৬৮৫।

ব্রাজিল:মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।দক্ষিণ আমেরিকার এই দেশটিতে শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত মারা গেছেন ৫ লঅখ ২০ হাজার ১৮৯ জন।  বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫ লাখ ১৮ হাজার ২৪৬। এই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ১ হাজার ৯৪৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার একদিনে ২ হাজার ১২৭ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মারা যায় ৫ লাখ ১৪ হাজার ২০২। সোমবার পর্যন্ত দেশটিতে ৫ লাখ ১৩ হাজার ৫৪৪ জনের মৃত্যু হয়। রবিবার পর্যন্ত দেশটিতে মারা যায় ৫ লাখ ১২ হাজার ৮১৯ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫ লাখ ১১ হাজার ২৭২ । শুক্রবার (২৫ জুন) পর্যন্ত দেশটিতে মারা যায় ৫ লাখ ৯ হাজার ২৮২ জন।

ভারত: মৃত্যুর দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত। বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটিতে শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত ৪ লাখ ২৭১ জন মারা গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ৪৭৫। ই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা যায় ৭৯৬ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৯৯১ জনের মৃত্যু হয়েছে।   

মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ  ৯৭ হাজার ৬৬৮। সোমবার পর্যন্ত মারা যায় ৩ লাখ ৯৬ হাজার ৭৬১ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ লাখ ৯৫ হাজার ৭৮০। শনিবার (২৬ জুন) পর্যন্ত দেশটিতে মারা যায় ৩ লাখ ৯৪ হাজার ৫২৪ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৩৩৮। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মারা যায় ৩ লাখ ৯২ হাজার ১৪ জন। বুধবার (২৩ জুন) পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ লাখ ৯০ হাজার ৬৯১।

করোনায় শনাক্ত

এদিকে,ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ি শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৩৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮ কোটি ২৯ লাখ ৬০ হাজার ৮৯৭ জন। এই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় বিশ্বে ৪ লাখ ৫৩ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার৫৪৩ জন। বুধবার একদিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৩ লাখ ৮৭ হাজার ৮৬৯ জন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হন ৩ লাখ ৩১ হাজার ২০৮ জন। সোমবার একদিনে শনাক্ত হন ৩ লাখ ১৫ হাজার ৯জন। রবিবার (২৭ জুন) গত ২৪ ঘন্টায় শনাক্ত হন ৩ লাখ ৬৪ হাজার ৭৯০ জন। শনিবার শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ১৫ হাজার ৭৩৬ জন। শুক্রবার (২৫ জুন) এই সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার ১৩৬।

আক্রান্তের দিক দিয়ে শীর্ষে যারা

যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত দেশটিতে করোনায়  আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৪০৩ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ৮৪৫। এই হিসেবে শুক্রবার গত ২৫ ঘন্টায় দেশটিতে করোনায় শনাক্ত হয়েছেন  ২০ হাজার ৫৫৮ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৫২ জন।

মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ছিল ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৬৩৬। সোমবার পর্যন্ত শনাক্তের সংখ্যা ‍ছিল ৩ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার ৬৭৭। রবিবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১৩৪। শনিবার পর্যন্ত শনাক্ত হন ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬৭২ জন। শুক্রবার(২৫ জুন) পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৯৫৬।

ভারত: আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৯৩৭ জন।  বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি  ৪ লাখ ১০ হাজার ৫৭৭। এ হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৩৬০ জন। বৃহস্পতিবার একদিনে ৪৮ হাজার ৮৭৮ জন শনাক্ত হয়েছিলেন।

ভারতে মঙ্গলবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছিলেন ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার জন। সোমবার দেশটিতে এই সংখ্যা ছিল ৩ কোটি ২ লাখ ৭৮ হাজার ৯৬৩। রবিবার (২৭ জুন) পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি ২ লাখ ৩২ হাজার ৩২০।

শনিবার (২৬ জুন) পর্যন্তি এই সংখ্যা ছিল ৩ কোটি ১ লাখ ৮২ হাজার ৪৬৯। শুক্রবার (২৫ জুন) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৩৩ হাজার ৪১৭ জন। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮২ হাজার ১৬৯ জন। বুধবার(২৩ জুন) পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি ২৭ হাজার ৮৫০।

ব্রাজিল: করোনায় আক্রান্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যিা ছিল ১ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ১৬৪। এই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় ৬৩ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনায় মোট শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৮৫৯ জন।  

মঙ্গলবার (২৯ জুন) পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন। সোমবার পর্যন্ত এই্ সংখ্যা ছিল ১ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৫৯৮।  রবিবার পর্যন্ত দেশটিতে শনাক্ত হন ১ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০।  ‍শুক্রবার (২৫ জুন) পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৮৩।

করোনায় সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত বিশ্বে মোট সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮৭১ জন। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮৩৯। এই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় বিশ্বে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩২ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৭০ হাজার ৭২০ জন।

বুধবার গত ২৪ ঘন্টায় বিশ্বে সুস্থ হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ২৩৭ জন। বিশ্বে সোমবার পর্যন্ত মোট সুস্থ হয়েছিল ১৬ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৯৬৪ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা  ছিল ১৬ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ২৮৫। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬ কোটি ৫৭ লাখ ৬২ হাজার ৪৩১। এই হিসেবে রবিবার একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮৫৪ জন।শুক্রবার(২৫ জুন) পর্যন্ত বিশ্বে মোট সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৯২৬ জন।

করোনায় সক্রিয় রোগী

সারাবিশ্বে শুক্রবার (০২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৭৭৪ জন সক্রিয় রোগী রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত সক্রিয় রোগী ছিলর ১ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৫৮ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৩৫। মঙ্গলবার পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৬০৩ জন। সোমবার (২৮ জুন) এই সংখ্যা ছিল ১ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৩১৩।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!