করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৩১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৪, ২০২১, ০৬:২২ পিএম

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৩১ লাখ

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কোনোভাবেই থামছে না। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো মরদেহ। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টা পর্যন্ত করোনাভাইরাসেন আক্রান্ত হয়ে বিশ্বে মোট মারা গেছেন ৩১ লাখ ২৪ জন।এর মধ্যে গত ২৪ ঘন্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২১৮ জন।

গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২ টা পর্যন্ত (বাংলাদেশ সময়) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মোট ৩০ লাখ ৭২ হাজার ২৭৬ জন মারা গেছেন। বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত এই সংখ্যা ছিল বিশ্বে মোট ৩০ লাখ ৫৮ হাজার ৩০১। মঙ্গলবার (২০ এপ্রিল) পর্যন্ত বিশ্বে মোট মারা যান ৩০ লাখ ৪৩ হাজার ২২৪ জন। গত সোমবার পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছিল ৩০ লাখ ৩৩ হাজার ১০৯ জনের। রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত এই সংখ্যা ছিল ৩০ লাখ ২৬ হাজার ২০৬ । শনিবার এই সংখ্যা ছিল ৩০ লাখ ১২ হাজার ২০৬।

 ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ ৮ লাখ ৯৬ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই সংখ্যার মধ্য দিয়ে বিশ্বে মোট ১৪ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

গত কয়েকদিনের আক্রান্ত সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ১৪ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৬৮৩ জন। বুধবার এই সংখ্যা ছিল ১৪ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫৭৯। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৪ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৯৭৮ জন। সোমবার (১৯ এপ্রিল) পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছিল ১৪ কোটি ২০ লাখ ১৮ হাজার ৬০৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ১৪ কোটি ১৪ লাখ ৭৯৩। শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত হয়েছিল ১৪ কোটি ৫ লাখ ৩১ হাজার ২৯০জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই সংখ্যা ছিল ১৩ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩২৫। তার আগের দিন বুধবার এই সংখ্যা ছিল ১৩ কোটি ৮১ লাখ ৬ হাজার ৪০৮। মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সংখ্যা ছিল ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১। সোমবার ছিল ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২। তার আগের দিন রবিবার (১১ এপ্রিল) এই সংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ ৩ হাজার ১০।

শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ১২ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৫৮২ জন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত এই সংখ্যা ছিল ১২ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৮০।  বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত বিশ্বে  সুস্থ হয়েছিলেন ১২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ২৪২ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১২ কোটি ১২ লাখ ২৮ হাজার ২২৯। সোমবার ছিল ১২ কোটি ৫ লাখ ৬৮ হাজার ১২৬। রবিবার এই সংখ্যা ছিল ১২ কোটি ৯১ হাজার ২৯০। গত শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছিলেন ১১ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ৮৯৩ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই সংখ্যা ছিল ১১ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৩৪৯। বুধবার ছিল ১১ লাখ ১৪ হাজার ৯১৪। মঙ্গলবার (১৩ এপ্রিল) ছিল ১১ কোটি ৪ লাভ ৩৩ হাজার ১৬৩। তার আগের দিন (১২ এপ্রিল) পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছিলেন ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!